পদোন্নতি পাচ্ছেন ১২৫ সহকারী জজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২২ নভেম্বর ২০১৮

১২৫ জন সহকারী জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ ছাড়া জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে পদোন্নতির শর্ত শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে পাঁচজন বিচারবিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলা নিস্পত্তির সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং আপিল উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।

এফএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।