ফারমার্স ব্যাংকের বাবুল চিশতীর জামিন কেন নয় : হাইকোর্ট
ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) জামিন কেন প্রদান করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।
এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমির উদ্দিন মানিক। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, শ. ম. রেজাউল করিম ও পার্থ রায়।
মামলার অভিযোগে বলা হয়, ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা স্থানান্তর, হস্তান্তর ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেন মাহবুবুল হক চিশতী।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম গত ১০ এপ্রিল গুলশান থানায় ছয়জনকে আসামি করে এই মামলাটি করেন। সেদিনই তাকে গ্রেফতার করা হয়।
এফএইচ/জেডএ/এমএস