গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল
গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
এর আগে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী দলটির নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, আইনে যেসব শর্ত বলা আছে তা পূরণের সক্ষমতা গণসংহতির আছে। নির্বাচন কমিশনের কাছে গত বছরের ৩১ ডিসেম্বর আবেদন করা হয়। মার্চে জানানোর কথা থাকলেও কমিশন এখন পর্যন্ত কিছু জানায়নি।
তিনি বলেন, এরপর আমরা ইসির প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। নোটিশ অনুযায়ী নিবন্ধন না দেয়ায় আমরা রিট করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।
এফএইচ/বিএ/এমএস