মঙ্গলবারের তালিকায় নিজামী ও মীর কাসেমের মামলা


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৭ আগস্ট ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও দলের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিল মামলা দু’টি আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় রয়েছে।
 
নিজামীর মামলাটি শুনানির জন্য ১০ নং কার্যতালিকায় ও মীর কাসেমের মামলাটি আদেশের জন্য ৩ নং তালিকায় এসেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সোমবার বিকেলে এ বিষয়টি দেখা গেছে।

জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘মীর কাসেম সাহেবের মামালাটি এসেছে সরকার পক্ষ এখনো এ মামলার আপিলের সার সংক্ষেপ জমা দেয়নি এজন্য। আগামীকাল সরকার পক্ষ মীর কাসেমের মামলার সার সংক্ষেপ জমা দেবেন’।

তিনি আরো বলেন, ‘নিজামী সাহেবের মামলাটি আপিলের শুনানির জন্য তালিকায় এসেছে’।  

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ মামলার আপিল আবেদনগুলো রাখা হয়েছে।

এফএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।