ডিসেম্বরের মধ্যে ৫০ ভাগ মামলা নিষ্পত্তি হবে


প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৭ আগস্ট ২০১৫

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) বলেছেন, বিভিন্ন আদালতে বিচারের অপেক্ষায় থাকা ৩০ লাখ মামলার মধ্যে বিগত ছয় মাসে ২৬ থেকে ৪০ শতাংশ মামলা নিষ্পত্তির হার বেড়েছে। আর আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ ভাগ মামলা নিষ্পত্তি সম্ভব হবে। এছাড়া বাকি ৫০ ভাগ মামলার জট আগামী এক বছরের মধ্যে কমে যাবে।

সোমবার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আমরা চেষ্টা করছি মামলা জট কমিয়ে আনার। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে মামলা জট ৪০ থেকে ৫০ ভাগ কমিয়ে আনা যাবে। একই সঙ্গে প্রতি মাসে গড়ে আরো লক্ষাধিক মামলা যোগ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মামলার জট নিরসনের জন্য প্রধান বিচারপতি আইনজীবীদের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা সময়মতো আদালতে আসলে মামলার বিচার কাজে গতিশীলতা আসবে। এ সময় তিনি প্রত্যেক আদালতের বিচারককে সকাল সাড়ে ৯টার মধ্যে এজলাসে উপস্থিত হওয়া এবং সময়ের পূর্ণাঙ্গ ব্যবহারের জন্য নির্দেশনা দেন।

তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যে বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ লুৎফা বেগম, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুশান্ত ঘোষ ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন শওকত প্রমুখ।

এর আগে রবিবার বিকেলে নাটোর সার্কিট হাউসে এসে পৌঁছান প্রধান বিচারপতি। পরে তিনি উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি পরিদর্শন করেন। সন্ধ্যার পর স্থানীয় সার্কিট হাউসে নাটোরের বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

একেএম নাজমুল ইসলাম/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।