দেশে মাঝে মাঝে জানোয়ার মাথাচাড়া দেয় : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘মাঝে মাঝে এই সুন্দর দেশটাতে একেকটা জানোয়ার মাথাচাড়া দিয়ে ওঠে। এ দেশে এই প্রথম জানোয়ার দেখছি না, আগেও দেখেছি।’

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট এই আলোচনা সভার আয়োজন করে।

সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম এই সদস্য বলেন, ‘মাথা খারাপ হয়ে গেছে এদের। আমি মনে করি, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সংবিধানে আছে দেশ শাসন করার সময় যাদের মাথা খারাপ হয়ে যায়, তাদের দ্রুত পরীক্ষা করাতে হয়। আমি বলি, বোর্ড গঠন করে সাইকিয়াট্রিক পরীক্ষা করানো হোক।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার বয়স ৪৭ বছর পার হয়েছে। আর তিন বছর পরে স্বাধীনতার ৫০ বছর হবে। আমার ৮০ বছর হয়েছে। এই ৮০ বছর বয়সে আমি মনে করি, সবচেয়ে বড় শাস্তি হলো, আমাকে এগুলো দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন দেশে যা ঘটছে সংবিধানের কোথায় তা লেখা আছে? আমি সিলেটে যা দেখেছি, অবাক কাণ্ড। সমাবেশে বক্তৃতা দেয়া লোককেও সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের মেরে ফেলতে পারো। আমরা ভয়ে ভীত না। এ দেশের ১৬ কোটি মানুষ ভীত নয়।’

এরশাদের পতনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দেশের মানুষের একটা ঐতিহ্য আছে। অন্যায় অসহ্য হয়ে গেলে তারা রুখে দাঁড়ায়, প্রতিহত করে।’

এফএইচ/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।