জনকণ্ঠের মামলা রোববারের আপিলের তালিকায়
দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে আনা আদালত অবমানার মামলাটি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রোববারের কায্যতালিকার (কজলিস্ট) প্রথমে রয়েছে। কজলিস্টে দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকুল্লা খান মাসুদ অ্যান্ড আদারস, অ্যাডভোকেট অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অ্যাডভোকেট শিরিন আফরোজ লেখা রয়েছে।
একই সঙ্গে রোববার বেসরকারি টেলিভিশন একাত্তরে’র ১০ আগস্ট সোমবারের ভিডিও সিডি আপিলে তলব সংক্রান্ত মামলার বিষয়ে শুনানির কথা রয়েছে।
রোববার সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
দৈনিক জনকণ্ঠের মামলাটি আপিলের কজলিস্টে থাকার বিষয়ে জানতে চাইলে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলম জাগো নিউজকে বলেন, আমি এ ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবো না। তবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ঢাকার বাইরে (রাজশাহী) রয়েছেন। তাই জ্যেষ্ঠ বিচারপতির নেতৃত্বে তিনজনের বেঞ্চ গঠন করা হয়েছে।
টেলিফোনে প্রধান বিচারপতির সঙ্গে অন্য কোনো ব্যক্তির কথপোকথন নিয়ে বেসরকারি টেলিভিশন একাত্তরে প্রচারিত সংবাদের সোমবারের অডিও টেপ এবং টক’শো’র ভিডিও চেয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে জনকণ্ঠ থেকে ই-মেইলের মাধ্যমে কোনো অডিও রেকর্ড দেশের সকল সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে কিনা তা তদন্ত করার জন্য বলেছেন আদালত।
১১ আগস্ট মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ স্ব-প্রনোদিত হয়ে এই আদেশ দেন। রোববারের মধ্যে একাত্তর কর্তৃপক্ষকে এ ভিডিও ফুটেজ জমা দিতে হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মাহবুবে আলম সাংবাদিকদের আরো বলেন, সোমবার ১০ আগস্ট জনকণ্ঠের আদালত অবমানার বিষয়ে শুনানি শেষ করে রায়ের জন্য ১৩ আগস্ট ঠিক করেন। কিন্তু জনকণ্ঠের আদালত অবমাননার সংবাদ প্রচার করতে গিয়ে ১০ আগস্ট সোমবার একাত্তর টেলিভিশন প্রধান বিচারপতির একটি কথপোকথন প্রচার করেছে। যা আমিও দেখেছি। যাতে প্রধান বিচারপতির ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু যার সঙ্গে কথা হয়েছে তার ছবি দেখানো হয়নি। তাকে ব্ল্যাকে রাখা হয়েছিলো।
তিনি আরো বলেন, ‘১১ আগস্ট মঙ্গলবার এ বিষযে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ আমার এবং সাবেক অ্যাটর্নি জেনারেলের মাহমুদুল ইসলামের মতামত জেনেছেন। এরপর একাত্তর টিভির প্রচারিত ভিডিও এবং টক’শো’র ভিডিও ১৬ আগস্টের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদাল’।
মাহবুবে আলম বলেন, জনকণ্ঠের কাছে থাকা অডিওটি আদালতে বাজাতে দেননি অথচ তা সারাদেশে প্রচার করা হয়েছে। এতে একাত্তর টিভি প্রধান বিচারপতিকে হেয় করেছে। এখন এখানে আদালত অবমাননা হয়েছে কিনা সেটা আদালত দেখবেন। তাই ভিডিও ফুটেজসহ সিডি দাখিল করার এই নির্দেশ দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল হিসেবে আদালতে আপনি কি বক্তব্য রেখেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আদালতে বলেছি, এটা আদালত অবমাননা। মাহমুদুল ইসলামও আমার সঙ্গে একমত হয়েছেন। এটা কারো ইন্ধনে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে।
দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লা খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে গত ১৩ আগস্ট দণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে তাদের প্রতিজনকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা এবং আপিল বিভাগের কার্যক্রম চলা পয্যন্ত রায় ঘোষণার পর থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত আদালতে অবস্থানের দণ্ড দেয়া হয়।
এফএইচ/একে/এমআরআই