পটুয়াখালীর ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ মানবতাবিরোধীর আপিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পটুয়াখালীর তিনজন খালাস চেয়ে আপিল আবেদন করা হয়েছে। আসামীরা হলেন- আব্দুল গনি, মো. আউয়াল ও সোলায়মান মৃধা। বুধবার সকালে তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন।

আপিল করার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী সাত্তার পালোয়ান। তিনি জানান, আপিল ৭৫ পৃষ্ঠার মূল আবেদনের সাথে সর্বমোট ৫৫৬ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে।

গত ১৩ আগস্ট পটুয়াখালীর পাচঁজনকে মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড পাওয়া পাচঁ আসামি হলেন- মো. ইসহাক সিকদার, আব্দুল গনি, মো. আউয়াল, মো. আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আমীর হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পলোয়ান জানান, রায় ঘোষণার এক মাসের মধ্যে আপিল করার বিধান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। তাই এক মাসের মাথায় এ আপিল দায়ের করেছি।

মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক রেখে নির্যাতন, ১৭ জনকে হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যদণ্ডের এ রায় দেয়া হয়। এ ছাড়া পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামের অন্তত ১৫ নারীকে ধর্ষণের ঘটনাতেও একই সাজা দেন ট্রাইব্যুনাল।

এফএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।