যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেফতার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরও ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে মোজাম্মেলের আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিরপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার মিরপুর থানার একটি চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুলাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেফতার হন তিনি। মিরপুর থানার মামলা নম্বর-১৪।

জেএ/এআর/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।