এসআই উত্তম নিহতের মামলায় বাসচালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর মিরপুরের রাইনখোলায় ঈগল পরিবহনের বাসচাপায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক বাসের চালক বেলাল হোসেন খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই খোকন চন্দ্র দেবনাথ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিন আদালতে বাসের চালক বেলাল হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় চারদিন আগে বুধবার (২৯ আগস্ট) একটি প্রাইভেটকারকে ধাক্কা দেওয়ার পর জব্দ করা হয় ঈগল পরিবহনের ওই বাসটি। জব্দ করা বাসটি রোববার (০২ সেপ্টেম্বর) থানায় আনার সময় ওই বাসের চাপাতেই প্রাণ হারান রূপনগর থানার এসআই উত্তম কুমার। উত্তম তখন মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এফএইচ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।