জাবালে নূরের মালিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৯ আগস্ট ২০১৮

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূরের ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ (যে বাসচাপা দেয়) বাসের মালিক মো. শাহাদাৎ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাসমালিক।

৭ দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে তোলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ইসলাম। এসময় শাহাদাৎ হোসেন আদালতে স্বীকার করেন লাইসেন্স না দেখে চালককে গাড়ি চালাতে দেয়া তার উচিত হয়নি।

এর আগে গতকাল (বুধবার) গাড়িচালক মাসুম বিল্লাহ শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে বাসচাপা দেয়ার বিষয়টি আদালতে স্বীকার করেছিলেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট বাসমালিককে রাজধানীর একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করলে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।