মা-ছেলেকে হত্যা : নারাজির ওপর শুনানি ১২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৬ আগস্ট ২০১৮

রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিমসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিটের নারাজির ওপর শুনানির জন্য ১২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামানের আদালতে চার্জশিটের নারাজির ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে নারাজির ওপর শুনানির জন্য ১২ আগস্ট দিন ধার্য করেন।

এর আগে ১৬ জুলাই ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিমসহ তিনজনের চার্জশিট দাখিল করেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন।

অন্য দুই আসামি হলেন- আব্দুল করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।

তবে এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হয়নি বলে চার্জশিটের বিরুদ্ধে না রাজি দাখিল করেন মামলার বাদী নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী।

বাদীর দাবি এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও অজ্ঞাত অনেকে জড়িত। যা তদন্তে উঠে আসেনি। আদালত ৬ আগস্ট নারাজির বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।

গত ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ বাড়িতে মা শামসুন্নাহার (৪৫) ও ছেলে শাওনকে (ও লেভেল শিক্ষার্থী) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আদা-রসুন-পেঁয়াজের আমদানিকারক।

ওই ঘটনায় ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, তার দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, শ্যালক (মুক্তার ভাই) জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর আব্দুল করিম ও শারমীন মুক্তাকে গ্রেফতার দেখানো হয়।

জেএ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।