কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি শেষ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে দায়ের করা এক মামলার জামিন শুনানি শেষ হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদেশের জন্য ১ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবী একে এম এহসানুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
এদিন খালেদা জিয়ার পক্ষে মাহবুব হোসেনসহ বিএনপির সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজতাজউদ্দীন ফকির।
রোববার এ মামলায় খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগেও এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন তিনি। ওই সময়ে আবেদনের শুনানি শেষে ২৬ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ।
গত ২৬ জুলাই কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এ খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। এ কারণে আবারও হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন আইনজীবীরা।
এফএইচ/এসএইচএস/এমএস