সোনালী ব্যাংকের সাবেক জিএম ননী গোপালের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৯ জুলাই ২০১৮
ছবি-ফাইল

সম্পদ বিবরণীর হিসাব দাখিল না করায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (জিএম) ননী গোপাল নাথকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ লাখ জরিমানাও করা হয়েছে।

রোববার (২৯ জুলাই) ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ননী গোপাল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

দুদকের কোর্ট পরিদর্শক আশিকুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন রফিকুল ইসলাম রানা।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) ননী গোপালকে সম্পদ বিবরণীর হিসাব দাখিলে নোটিশ জারি করেন। নির্ধারীত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় ২০১৬ সালের ৩১ জানুয়ারি রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মজিবুর রহমান। ২০১৬ সালের ২০ জুন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান।

২০১৭ সালের ২৫ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন আদালত। মামলায় সাত সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে চার জন সাক্ষ্য দেন।

জেএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।