ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন জামায়াত নেতা হামিদুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ জুলাই ২০১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে তিনি আত্মসমর্পণ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও রায় নিয়ে ২০১৩ সালে বিরূপ মন্তব্য করেছিলেন জামায়াতের এ নেতা। পরে তাকে ট্রাইব্যুনালে তলব করা হয়। কিন্তু তিনি আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন।

ট্রাইব্যুনালে জামায়াতের এ নেতার পক্ষে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।