ফের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হলেন জমাদার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৫ জুলাই ২০১৮

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে ফের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে নিয়োগ দিয়ে এ আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ অক্টোবর অবসরোত্তর ছুটি বাতিল করে জেলা জজ আবু আহমেদ জমাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ দেয়া হয়। তিনি গত ৩০ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এতে ট্রাইব্যুনালের সদস্য পদটি শূন্য হয়ে যায়। এখন আবারও তাকে আগের পদে নিয়োগ দেয়া হলো।

আরএমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।