আন্দোলনকারীদের বিনামূল্যে সহায়তা দেবেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০২ জুলাই ২০১৮

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের ২০ থেকে ২৫ জন আইনজীবী। সোমবার সুপ্রিম কোর্টের ল’রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সহায়তার কথা জানানো হয়।

এতে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আন্দোলনকারীদের যারা গ্রেফতার হয়েছেন কিংবা যারা গ্রেফতার আতঙ্কে আছেন তারা চাইলে আমরা তাদের বিনামূলে আইনি সহযোগিতা করতে প্রস্তুত। আমরা সুপ্রিম কোর্টের ২০ থেকে ২৫ জন আইনজীবী আলোচনা করে একত্রিত হয়েছি। আন্দোলনকারীদের মধ্যে হয়রানির শিকার হওয়াদের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করবো। প্রয়োজনে নিম্ন আদালতে গিয়েও সহযোগিতার কথা জানান তারা।

এফএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।