ইস্কাটনে গৃহকর্মী নির্যাতন : গ্রেফতার ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২১ জুন ২০১৮

১২ বছরের শিশু গৃহকর্মী জাহিদুল ইসলাম শাওনকে নির্যাতনের অভিযোগে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসা থেকে গ্রেফতার তিনজনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

তারা হলেন- ইকবাল (গৃহকর্তার শ্যালক), তার স্ত্রী তামান্না খান ও তানজিলুর রহমান (ইকবালের ভায়রা ও গৃহকর্তার ছেলে)।

বৃহস্পতিবার মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ- পরিদর্শক শরিফ হাসান।

বুধবার রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ইস্কাটনের ১২/এ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে বাড়ির গৃহকর্তা এখনো পলাতক রয়েছেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘এলাকার একজন বাসিন্দা ৯৯৯-এ ফোন করে নির্যাতনের কথা জানালে শাওনকে উদ্ধার করা হয়। শাওনের হাত-পা, পিঠ, পায়ের তলায় ভোতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সে বর্তমানে রমনা থানার হেফাজতে রয়েছে। মামলা দায়েরের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হবে।’

জেএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।