ধর্ষণের চেষ্টায় গণপিটুনি খাওয়া রনির রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১১ জুন ২০১৮

রাজধানীর কলেজগেট সিগন্যালে চলন্ত গাড়িতে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার মাহমুদুল হক রনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে এ রিমান্ড আবেদন করে শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন।

শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণের চেষ্টায় গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে শেরে বাংলা নগর থানা পুলিশে সোপর্দ করা হয়। সেখানে গতকাল রোববার ভুক্তভোগী ওই তরুণী একটি মামলা দিায়ের করলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার রাতে তারা (বাদি ও তার বান্ধবী) কলেজগেট এলাকায় মাহমুদুল হকের গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার অনুরোধ করেন। কিছু দূর যাওয়ার পর এক তরুণীকে শিশুমেলা এলাকায় নামিয়ে দেয়া হয়। গাড়িতে থাকা আরেকজনকে ধর্ষণ করে রনি।

এদিকে প্রাথমিক তদন্ত ও টেস্ট করার পর রনির শরীরে মদ পানের নমুনা পাওয়া গেছে। স্বাস্থ্যপরীক্ষা ও ধর্ষণের আলামত সংগ্রহের জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

জেএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।