‘খালেদার আইনজীবীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১০ জুন ২০১৮
ফাইল ছবি

খালেদা জিয়ার আইনজীবীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ‘অ্যাটর্নি জেনারেলের সম্মতি ছাড়া খালেদা জিয়ার জামিন মিলবে না’ খন্দকার মাহবুব হোসেনের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের এ বক্তব্য শুধু মিথ্যাই নয় দুঃখজনক ও আদালত অবমাননার শামিল।

খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার এক মামলার জামিন শুনানি শেষে রোববার দুপুরে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত কারও কথায় চলে না। আমার কথা বা সরকারের কথায় চলার প্রশ্নেই আসে না। কাজেই তাদের এ কথা শুনে মনে হয়, তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। তারা তাদের নিজেদের বিবেক, বিচার, বিশ্লেষণ দ্বারা পরিচালিত হবেন। খালেদা জিয়াকে তারা (হাইকোর্ট) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন দিয়েছেন। সুতরাং এ রকম কোনো অভিযোগ করা অহেতুক। বহু মামলায় তারা জামিন নিয়েছেন এবং নিচ্ছেন।

এফএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।