রাতেই প্রকাশ হতে পারে বার কাউন্সিলের ফল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৩ জুন ২০১৮

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী ও সনদ দানকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল আজ রাতেই প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পরে- এ বিষয়ে জানতে চাইলে বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী শ. ম. রেজাউল করিম জাগো নিউজকে বলেন, লিখিত পরীক্ষার ফলাফল আজ রাতেই প্রকাশ হতে পারে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি চলছে।

জানা গেছে, ফলাফল প্রকাশে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেলসহ ও সংশ্লিষ্টদের সমন্বয়ে তোরজোড় প্রস্তুতি চলছে। এর ফলে প্রায় ১২ হাজার শিক্ষানবিশ আইন শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে।

উল্লেখ, ২০১৭ সালের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইনজীবী তালিকাভুক্ত হতে এমসিকিউ উত্তীর্ণদের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় ১১ হাজার ৮৪৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর আগে ২১ জুলাই নৈর্ব্যক্তিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় অংশ নেন প্রায় ৩৪ হাজার ২০০ শিক্ষার্থী। সেখান থেকে ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

সর্বশেষ ২০১৫ সালে এনরোলমেন্ট পরীক্ষার মাধ্যমে আইনজীবীরা তালিকাভুক্ত হন।

এফএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।