রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২১ মে ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাত বিভাগে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

স্থগিত হওয়া বিভাগগুলো যথাক্রমে- বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইলেক্ট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং দুর্যোগ ব্যবস্থাপনা।

একই সঙ্গে, বিশ্ববিদ্যালয় সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃতদের নিয়োগ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

শিক্ষা সচিব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, রেজিস্ট্রারসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে শিক্ষক নিয়োগের জন্য এক বছর আগে সাক্ষাৎকার নেয়া হয়। কিন্তু এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি। এ নিয়োগ না দিয়ে সম্প্রতি শিক্ষক নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি দেয়া হয়।

এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি তিনজন রিট করেন। রিটের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

এফএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।