বাচ্চু হত্যা : তিন ডাকাতের মৃত্যুদণ্ড, সাত জনের যাবজ্জীবন
চাঁদার টাকা না দেওয়ায় ঢাকার কেরানীগঞ্জের বাচ্চু মিয়াকে গুলে করে হত্যার অভিযোগে ডাকাত শহীদ গ্রুপের তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রোববার (২০ মে) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মারুফ হোসেন, টিটু ও লিটন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আমজাদ হোসেন লিটন, সাব্বির, আব্দুল গণি, ওয়াসিম কসাই, সম্রাট, নান্টু ও নবাব।
আসামিদের মধ্যে টিটু, লিটন, সম্রাট ও নবাব আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ২০০৬ সালের ১৮ জুন সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বাচ্চু মিয়াকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ছোট ভাই মতিউর রহমান বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুলতান উদ্দিন আসামিদের নামে চার্জশিট দাখিল করেন। ২১ সাক্ষীর মধ্যে ১৩ জনের বিভিন্ন সময়ে আদালতে সাক্ষ্য প্রদান করেন।
আসামি টিটু ও লিটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। বাচ্চু মিয়া হত্যাকাণ্ডে আসামিদের মধ্যে ডাকাত শহীদ র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।
জেএ/এসএইচএস/এমএস