রায়ের কপি পাওয়ার দু’দিনের মধ্যে নীপাকে দাফনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২০ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

দীর্ঘ ৪ বছর মর্গে (হিম ঘরে) পড়ে থাকা হিন্দু থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়া নীলফামারীর হোসনে আরা লাইজুর (নীপা রানী রায়) লাশ ইসলামিক রীতি অনুযায়ী দাফন করার নির্দেশ দিয়ে গত ১২ এপ্রিল রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওই রায়ের কপি প্রকাশ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর স্বাক্ষরের পর সোমবার ১৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।

রায় হাতে পাওয়ার দুই দিনের মধ্যে মুসলিম রীতি অনুযায়ী তার দাফনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে রায়ে।

রায় প্রকাশ করার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে আইনজীবী সাফিউর রহমান ও জান্নাত রাখি বলেন, হাইকোর্ট থেকে রায়ের কপি পাঠানো হয়েছে।

রায়ে নীলফামারীর জেলা প্রশাসককে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রায়ে আরও বলা হয়েছে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দাফন সম্পন্ন করতে হবে। দাফনের আগে হোসনে আরা লাইজুর (লীপা রানী রায়) লাশ তার বাবার পরিবারকে দেখার সুযোগ দিতে হবে।

আইনি জটিলতার কারণে চার বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের হিমাগারে (মর্গে) পড়ে ছিল নীপার লাশ।

১২ এপ্রিলের রায়ে নীপার মরদেহ ইসলামী রীতি অনুযায়ী দাফনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এফএইচ/এসআর/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।