বাসাইল পৌরসভার নির্বাচন হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১২ এপ্রিল ২০১৮

পৌরসভার সীমানা ও ভোটার তালিকা হালনাগাদ না করা সংক্রান্ত জটিলতার কারণে টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিক বলেন, বাসাইল পৌরসভার ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে আগেই রুল জারি করা হয়েছিল। সেই রুলের সঙ্গে নির্বাচন স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবুর রহমান। এই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ ছয় মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন।

গত ২ এপ্রিল নির্বাচন কমিশন বাসাইল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১৫ মে ভোটগ্রহণের জন্য দিন রাখা হয়েছে।

এফএইচ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।