ঢাবিতে সহিংসতা : চার মামলার প্রতিবেদন ১৭ মে
কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা, ভাঙচুরসহ বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতা ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ, বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী চার মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
১০ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় ভিসি ভবনে হামলার ঘটনায় ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেন। এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় একটি এবং ওয়াকিটকি ছিনতাই ও অন্যান্য ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকি দুইটি মামলা করেছে।
তবে মামলায় আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।
মামলার এজাহারে ঢাবির ভিসির বাড়িতে হামলা, গাড়ি পোড়ানো,পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়েছে।
জেএ/এনএফ/জেআইএম