মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬১ করা উচিত : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০১৮

মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ করা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৫৯ থেকে ৬০ করার সিদ্ধান্তও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বুধবার মুক্তিযোদ্ধাদের বয়স সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতির গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণার সময় এ মন্তব্য করেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬১ করা উচিত ছিল কিন্তু তা না করা বৈষম্য ও সংবিধানপরিপন্থী কাজ বলেও মন্তব্য করেন আদালত।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সিদ্দিকুর রহমান খান।

প্রসঙ্গত, গণকর্মচারীদের অবসরের বয়স প্রথমবার বাড়ানো হয় ২০০৯ সালের ১৩ ডিসেম্বর। এ সময় ১৯৭৪ সালের পাবলিক সার্ভিস রিটায়ারমেন্ট অ্যাক্ট সংশোধন করে মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়।

পরে সর্বশেষ ২০১১ সালের ৩ ফেরুয়ারি আলোচ্য আইন পুনরায় সংশোধন করে সব ধরনের গণকর্মচারীর অবসরের বয়স ৫৯ বছর করা হয়। আর মুক্তিযোদ্ধা গণকর্মচারীর অবসরের বয়স করা হয় ৬০ বছর।

এফএইচ/এএইচ/পিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।