দুর্নীতি আইনের বিশেষ প্রশিক্ষণ পাচ্ছেন ৩৮ জেলা জজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

দুর্নীতি দমন কমিশন আইন ও সংশ্লিষ্ট অন্যান্য আইন বিষয়ে জেলা ও দায়রা জজদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। আগামী ১০-১২ এপ্রিল এ বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত বিশেষ এ প্রশিক্ষণ কোর্সের জন্য ৩৮ বিচারককে মনোনয়ন দিয়েছেন আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী মুশফিক মাহবুব রবিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণের জন্য মনোনীত বিচার বিভাগীয় ৩৮ কর্মকর্তাদের বিষয়ে সুপ্রিম কোর্টের সম্মতি রয়েছে বলেও জানা গেছে।

প্রশিক্ষণের জন্য মনোনীতরা হলেন- ঢাকার বিশেষ জজ (জেলা জজ) আদালত-২ এর বিশেষ জজ বেগম হোসনে আরা বেগম, ৩ এর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন, ৪ এর বিশেষ জজ শাহীদুল ইসলাম আজামী, ৬ এর বিশেষ জজ কে. এম ইমরুল কায়েশ, ৭ এর বিশেষ জজ মুনসী রফিউল আলম, ৮ এর বিশেষ জজ শামীম আহমেদ, ৯ এর বিশেষ জজ মো.মাহমুদুল কবীর, ১০ এর বিশেষ জজ মো.আতাবুল্লাহ।

টাঙ্গাইলের বিশেষ (জেলা জজ) ওয়াহিদুজ্জামান শিকদার, চট্টগ্রামের বিশেষ জজ মীর রুহুল আমিন, কুমিল্লার বিশেষ জজ মোহাম্মদ ইসমাইল, রাজশাহীর বিশেষ জজ এ কে এম মুস্তাকিনুর রহমান, রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম, সুনামগঞ্জের মোহাম্মদ শহীদুল আলম ঝিনুক, জামালপুরের মো. সাইদুর রহমান খান, বরিশালের সৈয়দ এনায়েত হোসেন, সাতক্ষীরার সাদেকুল ইসলাম তালুকদার, রাজবাড়ীর মো. আমিনুল হক, মাদারীপুরের শরীফ উদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জের মোহাম্মদ শওকত আলী চৌধুরী, ভোলার ফেরদৌস আহমদ, ঝালকাঠির মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক, পিরোজপুরের মো. রফিকুল ইসলাম, হবিগঞ্জের মো. আমজাদ হোসেন, ঠাকুরগাঁওয়ের মো. আসাদুজ্জামান, নীলফামারীর মো. মজিবুর রহমান, কুড়িগ্রামের ওবায়দুল হামিদ মো. ইলিয়াস হোসেন।

লালমনিরহাটের মো. বজলুর রহমান, মাগুরার শেখ মফিজুর রহমান, গোপালগঞ্জের মো. দলিল উদ্দিন, রাঙামাটির মোহাম্মদ কাওসার, লক্ষীপুরের এ কে এম আবুল কাশেম, নওগাঁর এ কে এম শহীদুল ইসলাম, জয়পুরহাটের বেগম মমতাজ পারভীন, পাবনার নূরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা ও পটুয়াখালীর আবু মো. আমিমুল এহসান।

এফএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।