পুরান ঢাকার শতবর্ষী ভবন ভাঙায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পুরান ঢাকার ঋষিকেশ দাস লেনের শতবর্ষী একটি ভবন ভাঙার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পাশাপাশি রুল জারি করা হয়েছে। রুলে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি সচিব, প্রত্নতত্ব বিভাগের মহাপরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ভবনে অবস্থানকারীসহ দশজনকে জবাব দিতে বলা হয়েছে।
এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকের্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন এ এফ হাসান আরিফ ও অ্যাডভোকেট আশিক আল জলিল। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
অ্যাডভোকেট আশিক আল জলিল সাংবাদিকদের জানান, আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী স্থপতি তাইমুর ইসলাম রিট আবেদনটি করেন।
ওই রিটের শুনানির পর পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডের ৪১-৪৩ হোল্ডিংয়ে অবস্থিত ঐতিহ্যবাহী শতবর্ষী ভবনটি ভাঙার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
এফএইচ/জেডএ/এমএস