১৮ বছরের কম বয়সীদের ছবি প্রকাশ নয় : রুল জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৯ মার্চ ২০১৮
ছবি-ফাইল

১৮ বছরের কম বয়সী শিশুদের ছবি বিচারের আগে ও পরে (আসামি কিংবা ভুক্তভোগী) প্রকাশ করা যাবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, আদালত এ সংক্রান্ত আইনের অস্পষ্টতা দূর করার বিষয়ে গেজেট জারির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন।

আগামী ২ সপ্তাহের মধ্যে মন্ত্রি পরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সচিব এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এমএস আজিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এইচ আজিম সাংবাদিকদের জানান, সম্প্রতি পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে শিশুদের ছবি প্রকাশিত হয়। ফলে ওইসব শিশু-কিশোররা সামাজিকভাবে হেয় ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যা শিশুর স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে অন্তরায়। ভবিষ্যতে যেন অপরাধ সংক্রান্ত কোনো ঘটনায় কোনো অবস্থাতেই শিশুর ছবি ছাপা বা প্রকাশ করা না হয় এ কারণেই রিট দায়ের করা হয়। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন।

ব্যারিস্টার হাসান এম এস আজিম সাংবাদিকদের বলেন, অপরাধ সংক্রান্ত ঘটনায় শিশুর ছবি প্রকাশে নিষেধাজ্ঞা কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন। এবং সঙ্গে সঙ্গে শিশু আইন, ২০১৩ এর ৯৭ ধারা অনুসারে কোনো মামলায় বা অপরাধ সংক্রান্ত ঘটনায় কোনো শিশুর ছবি বা পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শিশু আইনের ৯৭ ধারায় বলা হয়েছে, এই আইনের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা দেখা দিলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের বিধানাবলীর সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে, অস্পষ্টতা দূর করতে পারবে। তাই এ বিষয়টি চ্যালেঞ্জ করে সোমবার জনস্বার্থে হাইকার্টে রিট দায়ের করেন তিন আইনজীবী।

তারা হলেন- অ্যাডভোকেট কামাল নিয়াজী, আশফাকুর রহমান ও মিফতা-উল আলম। রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।

এফএইচ/এমএআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।