খালেদার ৮ মামলার অভিযোগ গঠন ১০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১২ মার্চ ২০১৮
ছবি-ফাইল

রাজধানীর দারুস সালাম থানার এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা ৮ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে উচ্চ আদালতে খালেদা জিয়ার পক্ষে মামলাগুলো স্থগিত থাকায় আদালতে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া। পরে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের প্রথম দিকে বিএনপি হরতাল অবরোধ চলাকালে দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদি হয়ে এ মামলাগুলো করেন। এরপর খালেদা জিয়াকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জেএ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।