বিচারবিভাগীয় কর্মকর্তাদের গোপনীয় অনুবেদন চেয়েছেন সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১১ মার্চ ২০১৮

তিন মাসের অধিক সময় কর্মরত বিচারবিভাগীয় কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) চেয়ে সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্ট। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তা সুপ্রিম কোর্ট বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেনের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার রোববার জারি করা হয়েছে।

সর্কুলারে বলা হয়, এই নির্দেশ প্রতিপালনে ব্যর্থতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধি মালা -২০১৭’ অনুযায়ী অসদাচরণের অভিযোগে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরো সার্কুলারটি দেখতে এখানে ক্লিক করুন।

এফএইচ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।