নিম্ন আদালতে বিবিধ মামলা শুনতে সুপ্রিম কোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

বিচারিক কাজের দ্বিতীয় ভাগে (দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) বিবিধ মামলা শুনতে নিম্ন আদালতের প্রতি নির্দেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার জট কমাতে জামিন সংক্রান্ত বিবিধ মামলা, অস্থায়ী নিষেধাজ্ঞা, তত্ত্বাবধায়ক নিয়োগ, রায়ের পূর্বে ক্রোকের দরখাস্ত ইত্যাদি শুনানির জন্য গ্রহণ করতে হবে। এছাড়া এ সংক্রান্ত প্রতিবেদন প্রতিমাসের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। আর এ বিষয়টি সুপ্রিম কোর্টের জিএ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) কমিটি তদারকি করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এফএইচ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।