পরিবেশ অধিদফতরের ডিজি নিয়োগে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগের ক্ষেত্রে পরিবেশ অধিদফতর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-১৯৯৪ এর বিধান অনুসরণ করে নিয়োগের নির্দেশ কেন দেয়া হবে না তা, জানাতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে বিধিমালা অনুসরণ করে নিয়োগ দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর দফতরের সচিব, জনপ্রশাসন ও পরিবেশ সচিব এবং মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এই রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, আদালতে রিট আবেদনটি দায়ের করেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব)।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।