মেডিকেল বর্জ্য অব্যবস্থাপনা রোধে নোটিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

মেডিকেল বর্জ্য অপসারণের ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অবসানে ভ্রাম্যমাণ আদালতের ব্যবহার চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ব্যবস্থা না নিলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে মেডিকেল বর্জ্য অপসারণ ও পরিবহনের ক্ষেত্রে মানবস্বাস্থ্য রক্ষা, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে আইন অনুযায়ী গৃহীত পদক্ষেপ জানতে চাওয়া হয়েছে।

এছাড়া ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মেডিকেল বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনায় কী পদক্ষেপ নেয়া হচ্ছে নোটিশে তা জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পরিবেশ ও বন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনোস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদককে ২৫ ফেব্রুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

একটি ইংরেজি দৈনিকে ৪ ফেব্রুয়ারি ‘হ্যাজার্ডাস ওয়াস্ট হিপড ইন ওপেন বিনস’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই নোটিশ পাঠানো হলো।

এফএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।