বইমেলায় সব মাধ্যমেই বই কেনা যাবে : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮
ফাইল ছবি

অমর একুশে বইমেলায় বই কেনার ক্ষেত্রে সব মাধ্যমই ব্যবহার করা যাবে। একইসঙ্গে বই কেনার পর শুধু বিকাশ ও নগদে টাকা পরিশোধ করতে বাংলা একাডেমির নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুক (এম ফারুক) এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষের আইনজীবী অনীক আর হক এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলা একাডেমির চেয়ারম্যান, মহাপরিচালক, ব্যবস্থাপক সচিব ও বইমেলার আয়োজক কমিটির সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) বইমেলায় বই কেনার পর টাকা লেনদেনে বাংলা একাডেমির নেয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন। তিনি তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ ও ‘অদৃশ্য প্রযুক্তি’ নামের একটি বইয়ের লেখক। সোমবার রিটকারী আদালতে উপস্থিত ছিলেন।

মেলা প্রাঙ্গণে অনলাইনে লেনদেনবিষয়ক প্রতিষ্ঠান আইপে’র সঙ্গে বাংলা একাডেমি কর্তৃপক্ষের জটিলতাকে কেন্দ্র করেই এ রিট করা হয়েছে বলে জানা গেছে।

এফএইচ/এসএইচএস/আইআই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।