রায়ের কপি হাতে পেলেই আপিল : খালেদার আইনজীবী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার রায়ের কপি হাতে পেলেই হাইকোর্টে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেছেন, আমরা রায়ের নকলের জন্য আবেদন করেছি। রায় পাওয়ার সাথে সাথে আমরা হাইকোর্টে জামিন আবেদন করব। আশা করছি আমরা সেদিন জামিন পাব।
তিনি আরও বলেন, রায়ে বলা হয়েছে খালেদা জিয়া অর্থ আত্মসাতে সহযোগিতা করেছেন যা অসত্য।
বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়া হয়েছে। অপর আসামি খালেদার জিয়ার ছেলে তারেক রহমানসহ বাকিদের দেয়া হয়েছে ১০ বছরের সাজা।
জেএ/এনএফ/এসএইচএস/পিআর/জেআইএম