নেত্রকোনার ৬ জনের বিরুদ্ধে দুই সাক্ষীর জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামরায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানাসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নবম ও দশম সাক্ষী জবানবন্দি পেশ করেছেন।

জবানবন্দিতে নবম সাক্ষী মোহাম্মদ আলী বলেন, পাকিস্তানি আর্মি ও রাজাকাররা মেঘুনাথ, ডা. হেমবাগচী ও হরিদাস সিংহকে গুলি করে হত্যা করে।

অন্যদিকে দশম সাক্ষী দীপক কুমার ভাদুরী বলেন, ডা. হেমবাগচী, তার শ্যালক হরিদাস সিংহ এবং কাজের লোক মেঘুনাথকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর রাজাকার ও পাকিস্তানি আর্মিরা গ্রামে লুটপাট চালায়।

জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীদের জেরা করেন। মামলায় পরবর্তী সাক্ষীর জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়েছে।

বুধবার ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এইচ এম তামিম।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।