আপনার এত ক্ষমতা, এসিল্যান্ডকে হাইকোর্ট
এক আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার ঘটনায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়কে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, ‘আপনার এত ক্ষমতা? আপনি শুধু প্রবীণ আইনজীবীকে কক্ষ থেকে বের করেই দেননি, কোর্ট বসিয়ে সাজাও দিয়েছেন। আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন।
আদালত বলেন, ‘আল্লাহ মানুষকে ক্ষমতা দেন, রাষ্ট্র মানুষকে ক্ষমতা দেয়, আমরা সেই ক্ষমতা ব্যবহারের পদ্ধতি ভুলে যাচ্ছি।’
বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।
শুনানির শুরুতেই এসিল্যান্ড বিরোদা রানী রায়ের আইনজীবী মামুন মাহবুব ডায়াসের সামনে আসেন। প্রথমেই তিনি এসিল্যান্ডকে তলবের আদালতের আদেশ পড়ে শোনান। এরপর এসিল্যান্ডের পক্ষে নিঃশর্ত ক্ষমার আবেদন দাখিল করেন। আবেদন এফিডেভিট আকারে দাখিল না করায় আদালত অসন্তোষ প্রকাশ করেন এবং নিঃশর্ত ক্ষমার আবেদন এফিডেভিট আকারে দাখিল করতে বলেন।
এ পর্যায়ে আইনজীবী মামুন মাহবুবের কাছে আদালত এসিল্যান্ড বিরোদা রানী রায় এসেছেন কি না তা জানতে চান। আইনজীবী হ্যা সূচক জবাব দিয়ে এসিল্যান্ডকে ডায়াসের সামনে আসতে বলেন।
আদালত আইনজীবী মামুন মাহবুবকে উদ্দেশ্য করে বলেন, ‘মোবাইল কোর্ট নিয়ে এত তোলপাড় হচ্ছে। উনি (এসিল্যান্ড) কি এসব নিউজ পড়েন না ?। কয়েকদিন আগে হাইকোর্টের একটি বেঞ্চে এ বিষয়ে অর্ডার হয়েছে।’
এসিল্যান্ড বিরোদা রানী ডায়াসের সামনে এলে আদালত সেদিনের ঘটনা জানতে চান। এসময় এসিল্যান্ড বলেন, ওইদিন জমিজমা-সংক্রান্ত একটি মামলার হেয়ারিং চলছিল। তখন আইনজীবী বিনোদ বিহারী যান। রুমে বসার জায়গা না থাকায় আমি উনাকে বাইরে যেতে ও পরে আসতে বলি।
এ পর্যায়ে আদালত এসিল্যান্ডকে বলেন, ‘আপনি তো শুধু প্রবীণ আইনজীবীকে রুম থেকে বের করে দেননি। কোর্ট প্রসেডিং চলার সময়ে আরেকটা কোর্ট বসিয়ে শাস্তিও দিয়ে দিলেন। আপনার এত ক্ষমতা?’
এসিল্যান্ড বলেন, ‘উনি (আইনজীবী) অনেক চিল্লাচিল্লি করেছেন। আমার রুমে আমার তিনটি চেয়ার ছিল। আদালত রুমের স্পেস কত তা জানতে চান। এসিল্যান্ড বলেন, জানি না। আদালত বলেন, রুমে অপরপক্ষের আইনজীবী ছিল কি না। এসিল্যান্ড না সূচক জবাব দেন।
আদালত এসিল্যান্ডকে উদ্দেশ্য করে বলেন, ‘কাউকে এভাবে অপদস্থ করা ঠিক নয়। কোনো আইনজীবী অপরাধ করে থাকলে তার বিচারের জন্য বার কাউন্সিল রয়েছে।’
আপনি কি কখনও শুনেছেন হাইকোর্ট কোনো আইনজীবীকে সরাসরি সাজা দিয়েছে? পরে এসিল্যান্ড বলেন, ‘সরকারি দায়িত্ব পালনের সময় আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এজন্য দুঃখপ্রকাশ করছি।’
এরপর আদালত এসিল্যান্ডের কাছে জানতে চান এ ঘটনার জন্য তিনি অনুতপ্ত কি না। এসিল্যান্ড চুপ থাকলে আদালত বলেন, ‘দেখছি উনার কোনো অনুভূতিই নেই। এসিল্যান্ডের আইনজীবী মামুন মাহবুব এগিয়ে এসে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার কথা আদালতকে জানান।
আদালত কঠোরভাবে এসিল্যান্ডকে সর্তক করে দেন।
এরপর আইনজীবী বিনোদ বিহারী আদালত ডায়াসের সামনে আসলে আদালত বলেন, ‘আপনার আরো সহনশীল হওয়া উচিত ছিল। আইনজীবী বিনোদ বিহারী পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর কক্ষে বসা নিয়ে এক আইনজীবীকে সাজা দেয়ার ঘটনায় কুড়িগ্রামের ভুড়ুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়কে তলব করে আদেশ দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, কথা কাটাকাটির জের ধরে বিরোদা রানী রায় তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিনাজপুরের প্রবীণ আইনজীবী বিনোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা করেন। এ ঘটনার জের ধরে এসিল্যান্ডকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে বদলি করা হয়।
এফএইচ/জেডএ/এমএস