ভাবি হত্যায় দেবরের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

রাজধানীর পল্লবীতে প্রতিহিংসার বশবর্তী হয়ে ভাবি সায়রা খাতুন আলোকে ছুরিকাঘাত করে হত্যার অপরাধে তার দেবর রাব্বী হোসেন মনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার আসামির উপস্থিতিতে রোববার এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়,সায়রা খাতুন আলো রাজধানীর পল্লবী থানার লোকাল রিলিফ ক্যাম্পে তার স্বামী সোহেলের সঙ্গে থাকতেন।

২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সোহেলের ভাই রাব্বী প্রতিহিংসার বশবর্তী হয়ে আলোকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় আলোর ভাই শাহজালাল বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর মনা নিজে পল্লবী থানায় গিয়ে আত্মসমর্পন করেন। এরপর তিনি আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

২০১৪ সালের ৩০ এপ্রিল পল্লবী থানার উপ-পরিদর্শক আবদুল বাতেন আসামি মনাকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৪ সালের ১৫ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিভিন্ন সময় সাত জন সাক্ষ্য প্রদান করেন।

জেএ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।