কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৮ নভেম্বর ২০১৭

অর্থ আত্মসাতের তিন মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ও রমনা করপোরেট শাখার ম্যানেজার জুবায়ের মনজুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে রাজধানীর তেজগাঁও থানার চার মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। অপরদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং এক মামলায় জামিন মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় এসব মামলা দায়ের করে দুদক।

জেএ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।