সাত বিচারককে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২২ নভেম্বর ২০১৭

অতিরিক্ত জেলা জজসহ বিচার বিভাগীয় সাত কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে একজনের বদলির আদেশ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বুধবার আলাদা প্রজ্ঞাপনে বদলির এ আদেশ জারি করা হয়।

এ নিয়ে তিন দিনে ৩২ বিচারককে বদলি করা হলো। তবে ৩২ জনের মধ্যে ২০ নভেম্বর মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানকে চট্টগ্রামের সাতকানিয়া চৌকির সিনিয়র সহকারী জজ হিসেবে বদলির আদেশ বুধবার (২২ নভেম্বর) স্থগিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানকে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাসকে পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হককে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমানকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

এসব কর্মকর্তাদের ২৬ নভেম্বর বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে ৩০ নভেম্বরের মধ্যে বদলিকৃত স্থানে যোগ দিতে বলা হয়েছে।

কক্সবাজারের কুতুবদিয়া চৌকির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবিরকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা এবং কুমিল্লার সহকারী জজ মোহাম্মদ রেজাউল হককে কক্সবাজারের কুতুবদিয়া চৌকির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

এ দু’জনকে ২৩ নভেম্বর বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে বদলিকৃত স্থানে ৩০ নভেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

এফএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।