৪৪ শিক্ষককে এমপিও দিতে হাইকোর্টের নির্দেশ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৪৪ শিক্ষককে এমপিও দেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রুল নিস্পত্তি করে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ রায় দেন।
আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমীন সরকার।
আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৪৪ শিক্ষক তাদের সব শর্ত পূরণ থাকা সত্ত্বেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ভাতার সরকারি অংশ পাচ্ছেন না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করেও কোনো ফল হয়নি। ফলে চুয়াডাঙ্গার শিক্ষক বেলাল হোসাইন, শাহনাজ পারভীন, এস এম জাকির, কুড়িগ্রামের আলাউদ্দিনসহ ৪৪ আবেদনকারী একত্র হয়ে এমপিও প্রদানের নির্দেশনা চেয়ে রিট করেন।
গত ২ মে প্রাথমিক শুনানি নিয়ে আবেদনকারী ৪৪ শিক্ষককে এমপিও প্রদান প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন আদালত।
এফএইচ/এএইচ/এমএস