ক্যামব্রিজ শিক্ষার্থী হত্যায় দুই রংমিস্ত্রির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৫ নভেম্বর ২০১৭

রাজধানীর ডেমরার ক্যামব্রিজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী হাসান হত্যা মামলায় দুই রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার অষ্টম অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-শাজাহান ও বিল্লাল চাপরাসিজ।

রায় ঘোষণার পর হাসানের বাবা আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, রায়ে অনেক খুশি হয়েছি। এ রায় যেন দ্রুত কার্যকর হয় সেই দাবি জানাই।

তিনি আরো বলেন, আসামি দু'জনই রংমিস্ত্রি। তারা ল্যাপটপ শেখার কথা বলে আমার ছেলেকে বাসা থেকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর তাকে হত্যা করে তিন ফুট মাটির নিচে পুতে রেখে আমার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই আসামি শাজাহান ও বিল্লাল নামের দুই প্রতিবেশী শিক্ষার্থী হাসানকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পঞ্চাশ হাজার টাকা দেয়া হলেও তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দুইজনকে আসামি করে ২০১৪ সালের ১৮ নভেম্বর ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেন পুলিশ। ওই বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ২০ জনই সাক্ষ্য প্রদান করেন।

জেএ/এআরএস/পিআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।