‘অসুস্থ’ প্রধান বিচারপতিকে দেখতে বাসায় চিকিৎসক
এক মাসের ছুটিতে যাওয়া ‘অসুস্থ’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন এক বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর সজল কৃষ্ণ ব্যানার্জি প্রধান বিচারপতির হেয়ার রোডের সরকারি বাসভবনে গিয়ে তাকে দেখে আসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ অনুভব করায় বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের ওই প্রফেসর বুধবার দুপুরে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে যান। তিনি প্রধান বিচারপতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
প্রফেসর সজল ব্যানার্জি বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা প্রধান বিচারপতির বাসায় অবস্থান করেন। এ সময় তিনি তার হৃদযন্ত্রসহ আনুষঙ্গিক বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, প্রধান বিচারপতির শারীরিক অবস্থা খুব একটা খারাপ নয়। তবে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তিনি দেশের বাইরে যাবেন।
প্রসঙ্গত, অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘ এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিষয়টি ‘নজিরবিহীন’ উল্লেখ করে সরকারি চাপে প্রধান বিচারপতি দীর্ঘ ছুটিতে গেছেন বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বিএনপিপন্থী আইনজীবীদের সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওনারা বলে দিলেন, এটা নজিরবিহীন। মানুষ অসুস্থও হতে পারবে না? প্রধান বিচারপতি তার পত্রে লিখেছেন তিনি ক্যান্সার ও নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। সেগুলো সম্পূর্ণ সারেনি। ওনার বিশ্রামের প্রয়োজন। সেজন্য উনি এক মাসের ছুটি নিয়েছেন।
২ অক্টোবর প্রধান বিচারপতি ছুটি সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠান। সেখানে অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে যাওয়ার ঘোষণা দেন তিনি। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির ছুটির সময়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্ব দেন।
এফএইচ/এমএআর/আরআইপি