আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের চুক্তির মেয়াদ ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ কে এম ফজলুর রহমানের চুক্তির মেয়াদ তৃতীয় দফা বেড়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতির চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

গত ৯ আগস্ট থেকে মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। ২০১৩ সালের ১০ জুলাই প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ফজলুর রহমান। ২০১৪ সালের ২১ মে এবং ২০১৫ সালের ৯ আগস্ট তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়

আরএমএম/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।