বন্যার্তদের ত্রাণ দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৭ আগস্ট ২০১৭

বন্যার্তদের মাঝে ত্রাণসামগী বিতরণে গেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মোট ১৩টি টিম ১৩ স্থানে এই ত্রাণ বিতরণ করবে। প্রতি টিমে রয়েছেন পাঁচজনেরও বেশি সদস্য। জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন আইনজীবী সমিতির অফিস সহকারী নিমেষ দাস।

তিনি জানান, রংপুর, দিনাজপুর, সুনামগঞ্জ, বগুড়া, পাবনাসহ ১৩ টি স্থানে এই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। ত্রাণসামগ্রী নিয়ে রোববার সকাল থেকে আইনজীবীদের টিম বন্যার্ত মানুষের কাছে গেছেন।

এর আগে আইনজী্বী সমিতির সভায় সর্বসম্মতিভাবে বানভাসি মানুষদের সাহায্য দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দিনের মতো সাড়ে ছয় লাখ টাকার পণ্যসামগ্রী বিতরণের জন্য ঠাকুরগাঁও,পঞ্চগড়, বগুড়ার সাড়িয়াকান্দি, পাবনার ভাঙ্গুরা, গাইবান্ধা, রংপুর, চিলমারী সিরাজগঞ্জ ও সুনামগঞ্জ এলাকার ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন।

এফএইচ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।