প্রধান বিচারপতি পদত্যাগ না করলে অপসারণের দাবিতে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১০ আগস্ট ২০১৭
ছবি-ফাইল

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চলতি মাসের মধ্যে পদত্যাগ না করলে তার অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা আইনজীবী সমিতি ভবন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বিড়াল প্রথম রাতেই মারতে হয়। এ মাসের মধ্যে প্রধান বিচারপতি নিজে থেকে পদত্যাগ না করলে, শোকের মাস আগস্টের পর সেপ্টেম্বরের শুরু থেকে তাকে অপসারণের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতি।’

তিনি বলেন, ‘তার যদি নৈতিকতা থাকে তাহলে তিনি স্বেচ্ছায় চলে যাবেন। না হলে আইনজীবীরা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন।’

কামরুল বলেন, ‘তার (প্রধান বিচারপতি) যদি সামান্যতম জ্ঞান থাকে, সামান্যতম বুঝ থাকে তাহলে স্বেচ্ছায় চলে যাবেন। তা না হলে সেপ্টেম্বর মাস থেকে আইনজীবীরা তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।’

প্রধান বিচারপতির উদ্দেশে করে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে বন্ধুত্ব করে, বিএনপির সুরে কথা বলে, মুক্তিযুদ্ধ-বিরোধীদের সঙ্গে আঁতাত করে বেশি দিন এই মসনদে থাকতে পারবেন না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সময় এসেছে, এখন আর চোখ বুজে থাকার কোনো সুযোগ নেই। এখন কে কী রক্তচক্ষু দেখাবেন, সেই রক্তচক্ষু সহ্য করব না। অবশ্যই আমরা তার অপসারণ চাই।’

তিনি বলেন, ‘আপনার ওপরে কে আছর করেছে? ড. কামাল হোসেন, শাহদীন মালিক, আসিফ নজরুল- কারা আছর করেছে আপনার মাথায়? কাদের নির্দেশে কাদের ড্রাফট (খসড়া) করা থেকে এই পর্যবেক্ষণ অংশটুকু আমরা বুঝতে পারছি না। আপনি এই কথাগুলো বলেছেন, আমাদের উসকে দিচ্ছেন। আবার বলছেন যে রাজনীতি না করার জন্য।’

তিনি আরও বলনে, ‘জাতির জনককে যখন কেউ খাটো করে দেখার চেষ্টা করে, মুক্তিযুদ্ধকে যদি কেউ অপমান করে, মুক্তিযুদ্ধকে যদি কেউ খাটো করে দেখার চেষ্টা করে, আমাদের আদর্শের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমাদের দেশের অস্তিত্বের বিরুদ্ধে যদি কথা বলে, গণতন্ত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, গণতন্ত্র হত্যার পরোক্ষভাবে যদি কেউ ষড়যন্ত্র করে- তার বিরুদ্ধে একজন সাধারণ নাগরিক হিসেবে কথা বলার অধকিার আমার অবশ্যই আছে।’

এইউএ/এএইচ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।