দোহারে বৃদ্ধা হত্যায় চারজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০ এএম, ০৭ আগস্ট ২০১৭

ঢাকার দোহারে ৭০ বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেগমকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় চারজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- রাজন খা, শাহনাজ বেগম, সুমন বয়াতি, ফজল ওরফে ফজল।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর আসামিরা পূর্বপরিকপ্লিতভাবে আয়েশা বেগমকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তার গলায় পরিহিত সোনার গহনা ও কানের দুল নিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেন। দোহার থানার সূতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর তার বাসা থেকে দুই-তিন কিলোমিটার দূরে বৃদ্ধার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় বৃদ্ধার ছেলে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। পরে দোহার থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন।

জেএ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।