ঢাবি শিক্ষক ফরিদীকে পদোন্নতি না দেয়া কেন অবৈধ নয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০৬ আগস্ট ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশদ ফরিদীকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানোর পর পদোন্নতি না দেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই শিক্ষকের করা রিট আবেদনের শুনানি নিয়ে (রোববার) হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল জারি করেন বলে জানিয়েছেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া।

আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), রেজিস্ট্রার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

পরে জ্যোতির্ময় বলেন, বিশ্ববিদ্যালয় ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সিন্ডিকেট ড. রুশদ ফরিদীকে চিঠির মাধ্যমে অবহিত করেন আগামী তিন বছর তার পদোন্নতি দেয়া হবে না। ওই চিঠির বৈধতা নিয়ে রিট করার পর আদালত আজ এই আদেশ দেন।

এফএইচ/এমআরএম/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।